স্যামসাং মোবাইল ফোনের দাম ২০২৩ বাংলাদেশ ও স্যামসাং সম্পর্কিত সকল তথ্য

 ১৯৯৩ সাল থেকে বিশ্ব বাজারে ইলেকট্রনিক কোম্পানির মধ্যে সেরা মেমোরি চিপ উৎপাদনকারী কোম্পানি হচ্ছে Samsung। আইফোন সহ আরও অনেক মোবাইল ডিভাইসে Samsung এর মেমোরি চিপ ব্যবহার করা হয়। আসল কথা Samsung কোম্পানি হলো আইফোনের বেষ্ট সাপ্লায়ার এবং যার ফলে ২০১১ সালে বিশ্বের বৃহত্তম স্মার্টফোন প্রস্তুত কারক কোম্পানি হয়ে উঠে Samsung। আর সেটা এখনো বিদ্যমান আছে। সাম্প্রতিক সময়ে অন্যান্য ব্যবসায়িক কোম্পানির থেকে ইলেকট্রনিক এবং টেকনোলজির উপর নির্ভর করে যে সমস্ত প্রতিষ্ঠান ব্যবসা করছে তারা অনেক এগিয়ে যাচ্ছে। সেই সব কোম্পানির মধ্যে রয়েছে Apple, Microsoft এবং Samsung সহএ রকম অন্যান্য অনেক কোম্পানি।]\


স্যামসাং মোবাইলের বর্তমান দাম


Samsung কী?

Samsung হলো দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় কোম্পানি। বর্তমানে Samsung এর মোট ৪ লাখ ৮৯ হাজার কর্মী কাজ করে। বিশ্বের প্রায় সব দেশেই তাদের সার্ভিস পাওয়া যায় তবে কয়েকটি বড় বড় শহরে তারা রিসার্চ এবং ডেভেলপমেন্ট সেন্টার প্রতিষ্ঠা করেছে। তাদের মোট কর্মী সংখ্যা এত বেশি যে Google, Apple, Microsoft এর মোট কর্মী সংখ্যা এক করলেও তাদের সমান হবে না।দক্ষিণ কোরিয়ার মোট GDP-র (Gross Domestic Product) ১৭ শতাংশ Samsung এর।এই কোম্পানি মোট ৮০ টি ব্যবসার সাথে যুক্ত। পুরো বিশ্বের বিভিন্ন দেশে তাদের পণ্য এবং সার্ভিস Samsung সরবরাহ করে।



কোন বিভাগ গুলো Samsung গ্রুপের অন্তর্গত?

Samsung ইলেকট্রনিকসের ৫ টি বিভাগের  মধ্যে Samsung মোবাইল ডিভিশন একটি।যা Samsung গ্রুপের অন্তর্গত।টেলিকমিউনিকেশন সিস্টেম বিভাগ, মোবাইল কমিউনিকেশন বিভাগ,কম্পিউটার বিভাগ, Mp3 বিজনেস টিম, মোবাইল সলিউশন সেন্টার, এবং টেলিকমিউনিকেশন R এবং D সেন্টার নিয়ে গঠিত সমগ্র Samsung কোম্পানি।


টেলিকমিউনিকেশন ব্যবসা,মোবাইল এবং অন্যান্য মোবাইল ডিভাইস যেমন Mp3 প্লেয়ার এবং ল্যাপটপ এইসব বিভিন্ন ধরনের প্রোডাক্ট এই কোম্পানি তৈরি করে থাকে।


টেলিকম ব্যবসা মোবাইল এবং মোবাইলের সঙ্গে যুক্ত অন্যান্য ডিভাইস যেমন এমপি৩ প্লেয়ার, ল্যাপটপ ও টেলিযোগাযোগ পরিকাঠামো সবই এই কোম্পানির প্রোডাক্ট লিস্টে মধ্যে রয়েছে। পরে, এই সংস্থাটি ফ্রিজ, এসি এবং মাইক্রোওয়েভের মতো আরও অনেক পণ্য তৈরি করতে শুরু করে।


Samsung এর মালিক কে?

Samsung কোম্পানিটি প্রতিষ্ঠা করেন সাউথ কোরিয়া নাগরিক LEE BYUNG CHUL। ১৯৩৮ সালে ১লা মার্চ অর্থাৎ ৮১ বছর আগে সূচনা হয় এই Samsung কোম্পানির। Samsung মোবাইল  কোম্পানির বর্তমান CEO হলেন KYE HYUN kYUNG এবং JHOG HE EHAN। কোরিয়া ভাষায় Samsung এর অর্থ তিন তারকা। B.D.PARK হলেন Samsung ইন্ডিয়ার বর্তমান CEO। Samsung ইন্ডিয়ার সদর দপ্তর ভারতের  হরিয়ানার গুরু গ্রামে অবস্থিত।


Samsung কোন দেশের কোম্পানি?

Samsung হলো একটি দক্ষিণ কোরিয়ান কোম্পানি। যা Lee Byung Chull দ্বারা মার্চ ১৯৩৮ সালে প্রতিষ্ঠিত করা হয়। এই কোম্পানির সর্বপ্রথম ইলেকট্রনিক প্রোডাক্ট ছিল Black and White Television।


টেকনো মোবাইল ফোনের দাম ২০২৩

কোন কোন দেশে Samsung মোবাইলের ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি আছে?

Samsung মোবাইলের মূলত ৬ টি দেশে ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি আছে।দেশগুলো হলো:


১. ভিয়েতনাম

২. চায়না

৩. ইন্ডিয়া

৪. ব্রাজিল

৫. ইন্দোনেশিয়া

৬. দক্ষিণ কোরিয়া

এর মধ্যে ৫০% তৈরি হয় ভিয়েতনাম, ৮% তৈরি হয় কোরিয়াতে আর বাকি ইন্ডিয়া, ব।ব্রাজিল, ইন্দোনেশিয়া এবং চায়নাতে।


Samsung কোম্পানির ইতিহাস কি?

১৯১০ সালে Samsung প্রতিষ্ঠা করেন দক্ষিণ কোরিয়ান Lee Byung Chull। Lee Byung Chull দক্ষিণ কোরিয়ার ইউরিংয় এলাকার একটি ধনী পরিবারে জন্মগ্রহণ করেন।


তিনি ১৯৩৮ সালে তার কর্মজীবন শুরু করেন ডেইগ নামক একটি শহরে আসার পর।সেখানে তিনি ৪০ জন কর্মী নিয়ে একটি শহরে এসে নুডুলস তৈরির কোম্পানি প্রতিষ্ঠা করেন প্রথমে। এই কোম্পানি তখন নুডলস তৈরির  করার পাশাপাশি পুরো শহর জুড়ে বিভিন্ন গ্রোসারি পণ্য সরবরাহের কাজ করতো নিয়মিত। সেসময় পুরো পৃথিবী জুড়ে অর্থনৈতিক মন্দা শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের চলার কারণে।এই মন্দা কাটিয়ে উঠতে তিনি তার মূল অফিস দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে নিয়ে আসেন ব্যবসা বাড়াতে ।


কোরিয়ার যুদ্ধ চলাকালীন সময়ে তিনি বুসানে একটি চিনি পরিশোধনাগার প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠানটি Samsung গ্রুপের একটি অংশ হিসেবে কাজ শুরু করে তখন থেকে। তারপর লি ডিয়েগো তে  একটি উল তৈরির কারখানা স্থাপন করেন Samsung কোম্পানি । এভাবে ধীরে ধীরে তিনি  লি ডিয়েগো তে Samsung গ্রুপকে প্রসারিত বা এক্সপ্যান্ড করতে থাকেন।


১৯৯০ এর দশকে Samsung প্রথম মোবাইল ফোন হ্যান্ডসেট এবং মোবাইল ফোন সিস্টেম তৈরি করে। ফার্মটি চীনে উৎপাদন করা শুরু করে দেয়। এরপর ধীরে ধীরে  ফ্ল্যাট স্ক্রিন টেলিভিশন, ব্লু- রে- প্লেয়ার এবং কর্ডলেস ইন্টারনেট ফোনও তৈরি করতে শুরু করে Samsung এবং বিশ্ব বাজারে ভালো অবস্থান তৈরি করে ।


Samsung মোবাইল ডিভিশন ৮০% এর বেশি ব্যবসা বৃদ্ধি করেছে  ২০০৭ সালে এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ডিভাইস প্রস্তুতকারক হয়ে উঠেছে।


Samsung ৩০০ মিলিয়নের ও বেশি মোবাইল ফোন বিক্রি করেছে ২০১১ সালের নভেম্বরের শেষে ।তাদের মোট আয় ছিল ৩০ হাজার ৫০০ কোটি ডলার ২০১৪ সালে । Samsung এর বার্ষিক আয় বেড়ে দাড়ায় ৩০৫ বিলিয়ন ডলার ২০১৫ সালে যা তার প্রতিদ্বন্দ্বী Apple এবং Google এর থেকে অনেক বেশি।  বর্তমানে Samsung দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় কোম্পানি। ধীরে ধীরে Samsung ইলেকট্রনিকস, টেলিকমিউনিকেশন, কনস্ট্রাকশন সহ অন্যানা ব্যবসা শুরু করেছে।


👉গুগল নিউজে বার্তা ভিলা সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন


বেষ্ট Samsung মোবাইলের মডেলের তালিকা সমূহ


১. Samsung Galaxy S22 Ultra

2. Samsung Galaxy S22+

3. Samsung Galaxy Z FOLD 3

4. Samsung Galaxy Z FLIP 3


 Samsung স্মার্টফোন ব্যবহারকারীর জন্য সুযোগ সুবিধা কেমন?


Samsung স্মার্টফোন ব্যবহারকারীর  জন্য কিছু সুযোগ সুবিধা রয়েছে যেমন - 


১. Samsung ওয়ারেন্টি  সুবিধা


Samsung অনুমোদিত শোরুম থেকে স্মার্টফোন কিনলে গ্রাহকরা ফোনের যত্রাংশে জন্য ১ বছরের ওয়ারন্টি সহ ব্যাটারির জন্য ও ১ বছরের ওয়ারেন্টি পাবে।


২. নেভার মাইন্ড অফার সুবিধা


সারাদিনের ব্যস্ততায় যে কোনো সময় ভুলবশত আমাদের হাত থেকে পরে আমাদের পছন্দের ফোনের ডিসপ্লে ভেঙে যেতে পারে। নেভার মাইন্ড অফারের সুবিধা মাধ্যমে Samsung এর কিছু নির্দিষ্ট মডেলের স্মার্টফোনের গ্রাহকেরা তাদের ভেঙে যাওয়া ডিসপ্লে বদলে নিতে পারবেন। অফারটির মাধ্যমে গ্রাহকেরা ১ বার নাম মাত্র মূল্যে ভেঙে যাওয়া ডিসপ্লে বদলে নিতে পারবেন সম্পূর্ণ নতুন ডিসপ্লে।


৩. পিক অ্যান্ড ড্রপ সার্ভিস  সুবিধা


আপনার মোবাইল ফোন মেরামত করা খুবই প্রয়োজন হয় মাঝে মাঝে কিন্তু আপনি সার্ভিস সেন্টারে যাওয়ার সময় পাচ্ছেন না সে ক্ষেত্রে আপনার কাজটি করে দিবে পিক অ্যান্ড ড্রপ সার্ভিস সুবিধা। Samsung আপনার কাছ থেকে মোবাইল ফোনটি নিয়ে মেরামত করে আবার আপনার কাছে পৌঁছে দিবে সময় মতো। এক্ষেত্রে কাস্টমার সার্ভিস সেন্টার আপনার ফোনটি ঠিক করার সব ব্যবস্থা গ্রহণ করবে।সেবাটি ট্যাবলেটের ক্ষেত্রে ও প্রযোজ্য আছে। এই সেবাটি পেতে গ্রাহকদের ৫০০ টাকা মাত্র নমিনাল ফি দিতে হবে Samsung সার্ভিস সেন্টারকে।


এই অফারের জন্য Samsung এর কল সেন্টার -০৮০০০৩০০০৩০০০ তে যোগাযোগ করে প্রথমে রেজিষ্ট্রেশন করতে হবে গ্রাহকদের ।এরপর কাস্টমার সার্ভিস সেন্টার থেকে গ্রাহকদের সাথে যোগাযোগ করে নির্দিষ্ট তারিখ ও স্থান ঠিক করা হবে ফোন নেওয়ার জন্য পরে ফোনটি ঠিক করার গ্রাহকদের পছন্দ মতো স্থানে পৌঁছে দেওয়া হবে।


Samsung মোবাইলের বাংলাদেশ প্রাইজ ২০২৩

১. Samsung Galaxy AO4e - বাংলাদেশ দাম -

  •  ৩ জিবি র‍্যাম + ৩২ জিবি স্টোরেজ -   এর মোবাইল ১৩,৪৯৯ টাকা মাত্র 

২. Samsung Galaxy A14 - বাংলাদেশ দাম - 

  • ৪ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ -   এর মোবাইল ২১,৯৯৯ টাকা মাত্র

৩. Samsung Galaxy A34 5G -বাংলাদেশ দাম - 

  • ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ -   এর মোবাইল ৪৯,৯৯৯ টাকা মাত্র

৪. Samsung Galaxy A54 5G- বাংলাদেশ দাম - 

  • ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ -   এর মোবাইল ৫৯,৯৯৯ টাকা মাত্র

৫. Samsung Galaxy S23 Ultra 5G- বাংলাদেশ দাম - 

  • ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ -   এর মোবাইল ১৮২,৯৯৯ টাকা মাত্র

৬. Samsung Galaxy A04 - বাংলাদেশ দাম - 

  • ৩ জিবি র‍্যাম + ৩২ জিবি স্টোরেজ -   এর মোবাইল  ১৩,৪৯৯ টাকা মাত্র

৭. Samsung Galaxy S22+ -বাংলাদেশ দাম - 

  • ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ -  এর মোবাইল  ১০৪,৫৯৯ টাকা মাত্র

৮. Samsung Galaxy S22 Ultra -বাংলাদেশ দাম - 

  • ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ -   এর মোবাইল ১৩৯,৯৯৯ টাকা মাত্র

৯. Samsung Galaxy Note 20- বাংলাদেশ দাম - 

  • ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ -  এর মোবাইল  ৯৯,৯৯৯ টাকা মাত্র

১০. Samsung Galaxy A53 5G- বাংলাদেশ দাম - 

  • ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ -  এর মোবাইল  ৪৬,৪৯৯ টাকা মাত্র

১১. Samsung Galaxy S21 FE 5G- বাংলাদেশ দাম - 

  • ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ -   এর মোবাইল ৬৪,৯৯৯ টাকা মাত্র

১২. Samsung Galaxy S20 FE- বাংলাদেশ দাম - 

  • ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ -   এর মোবাইল ৬৮,২৪৯ টাকা মাত্র

১৩. Samsung Galaxy A73 5G- বাংলাদেশ দাম - 

  • ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ -   এর মোবাইল ৬৯,৪৯৯ টাকা মাত্র

১৪. Samsung Galaxy A52S 5G- বাংলাদেশ দাম - 

  • ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ -  এর মোবাইল  ৫৩,৯৯৯ টাকা মাত্র

১৫. Samsung Galaxy A33 5G- বাংলাদেশ দাম - 

  • ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ -   এর মোবাইল ৪৩,৬৯৯ টাকা মাত্র

১৬. Samsung Galaxy A23- বাংলাদেশ দাম - 

  • ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ -   এর মোবাইল দাম ২৪,৯৯৯ টাকা মাত্র

১৭. Samsung Galaxy A13- বাংলাদেশ দাম - 

  • ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ -  এর মোবাইল  ২২,৯৯৯ টাকা মাত্র

১৮. Samsung Galaxy A03- বাংলাদেশ দাম - 

  • ৬৪ জিবি স্টোরেজ  + ৪ জিবি র‍্যাম  -   এর মোবাইল দাম ১৬,৪৯৯ টাকা মাত্র

১৯. Samsung Galaxy A04S- বাংলাদেশ দাম - 

  • ৪ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ -   এর মোবাইল ১৬,৯৯৯ টাকা মাত্র

২০. Samsung Galaxy M53 5G- বাংলাদেশ দাম - 

  • ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ -   এর মোবাইল ৪৯,৪৯৯ টাকা মাত্র

২১. Samsung Galaxy M33 5G- বাংলাদেশ দাম - 

  • ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ -   এর মোবাইল ৩০,০৯৯ টাকা মাত্র

২২. Samsung Galaxy F13- বাংলাদেশ দাম - 

  • ৪ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ -   এর মোবাইল ২১,৮৯৯ টাকা মাত্র

২৩. Samsung Galaxy Z FOLD3- বাংলাদেশ দাম - 

  • ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ - এর মোবাইল দাম  ১৮৪,৯৯৯ টাকা মাত্র

২৪. Samsung Galaxy S21 Ultra 5G- বাংলাদেশ দাম - 

  • ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ -   এর মোবাইল ১৪৬,৯৯৯ টাকা মাত্র

২৫. Samsung Galaxy Note 20 Ultra -বাংলাদেশ দাম - 

  • ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ -  এর মোবাইল  ১৩৪,৯৯৯ টাকা মাত্র

২৬. Samsung Galaxy Z FLIP3 5G- বাংলাদেশ দাম - 

  • ২৫৬ জিবি স্টোরেজ  + ৮ জিবি র‍্যাম  -   এর মোবাইল দাম ১০৯,৯৯৯ টাকা মাত্র

২৭. Samsung Galaxy F23- বাংলাদেশ দাম - 

  • ৬ জিবি র‍্যাম + ৮ জিবি স্টোরেজ -   এর মোবাইল ২৭,৯৯৯ টাকা মাত্র

২৮. Samsung Galaxy A72- বাংলাদেশ দাম - 

  • ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ -  এর মোবাইল ৫০,৪৯৯ টাকা মাত্র

২৯. Samsung Galaxy A52S 5G- বাংলাদেশ দাম - 

  • ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ -  এর মোবাইল  ৪৪,৯৯৯ টাকা মাত্র

৩০. Samsung Galaxy M62- বাংলাদেশ দাম - 

  • ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ -  এর মোবাইল ৩৭,৪৯৯ টাকা মাত্র

৩১. Samsung Galaxy A52- বাংলাদেশ দাম - 

  • ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ -  এর মোবাইল ৩৩,৯৯৯ টাকা মাত্র

৩২. Samsung Galaxy A32- বাংলাদেশ দাম - 

  • ৬ জিবি র‍্যাম + ৮ জিবি স্টোরেজ:  এর মোবাইল ২৬,১৯৯ টাকা মাত্র
  • ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ -  এর মোবাইল  ২৭,৯৯৯ টাকা মাত্র

৩৩. Samsung Galaxy M32- বাংলাদেশ দাম - 

  • ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ -   এর মোবাইল দাম ২৪,৯৯৯ টাকা মাত্র

৩৪. Samsung Galaxy A22- বাংলাদেশ দাম - 

  • ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ -   এর মোবাইল ২৩,৪৯৯ টাকা মাত্র

৩৫. Samsung Galaxy F22- বাংলাদেশ দাম - 

  • ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ -   এর মোবাইল ১৯,৪৯৯ টাকা মাত্র

৩৬. Samsung Galaxy M12- বাংলাদেশ দাম - 

  • ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ -   এর মোবাইল ১৯,৪৯৯ টাকা মাত্র

৩৭. Samsung Galaxy A03S- বাংলাদেশ দাম - 

  • ৬৪ জিবি স্টোরেজ  +৪ জিবি র‍্যাম -  এর মোবাইল দাম ১৪,৪৯৯ টাকা মাত্র

৩৮. Samsung Galaxy M02S- বাংলাদেশ দাম - 

  • ৬৪ জিবি স্টোরেজ  + ৪ জিবি র‍্যাম  -   এর মোবাইল দাম ১২,৯৯৯ টাকা মাত্র

৩৯. Samsung Galaxy A03 Core- এর বাংলাদেশ দাম - 

  • ২ জিবি র‍্যাম + ৩২ জিবি স্টোরেজ - এর মোবাইল  ৯,৪৯৯ টাকা মাত্র

৪০. Samsung Galaxy M02- বাংলাদেশ দাম:

  • ২ জিবি র‍্যাম + ৩২ জিবি স্টোরেজ -   এর মোবাইল ৮,৫৯৯ টাকা মাত্র
  • ৩ জিবি র‍্যাম + ৩২ জিবি স্টোরেজ -   এর মোবাইল ৯,৯৯৯ টাকা মাত্র 


শেষকথা

বর্তমান সময়েও সারা বিশ্বের বুকে Samsung কোম্পানি সুনাম কুড়িয়েছে।দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে সারা বিশ্বের যখন ব্যবসা বাণিজ্যের প্রসার শুরু হয়,ঠিক তখনই Blue Young তার Samsung কোম্পানির মাধ্যমে অর্থনৈতিক যুদ্ধের শুরু করেন।দক্ষিণ কোরিয়াকে নতুন ভাবে সাজাতে এবং প্রসার ঘটাতে। সূদুর প্রসার পরিকল্পনার মাধ্যমে Samsung কোম্পানির প্রতিষ্ঠা হয়।

Post a Comment (0)
Previous Post Next Post